দেশজুড়ে

৮ ঘণ্টা পর মোংলা-রামপালে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র ও মোংলা বন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে এ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

পিডিবির মোংলা আবাসিক প্রকৌশলী মো. ফরহাদ হোসেন বলেন, ঝড়ে গাছ ভেঙে ৩৩ হাজার ভোল্টের প্রধান গ্রিডের তার ছিঁড়ে যায়। পরে বিরতিহীনভাবে কাজ করে রাত সোয়া ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এর আগে বিকেলে ঝড়ে গাছ ভেঙে পড়ে মোংলা বন্দর এলাকায় পিডিবির মেইন গ্রিডের তার ছিঁড়ে যায়। এতে বিকেল সাড়ে ৪টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে মোংলা বন্দর, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, বন্দর শিল্পাঞ্চল ও ইপিজেডসহ আশপাশের এলাকার মানুষ ভোগান্তিতে পড়েন।

আরএইচ/এমএস