দেশজুড়ে

গাছের সঙ্গে হাত-পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়কের পাশে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় গোবিন্দ দাস (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার চান্দেরবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গোবিন্দ বালিগাঁও দাসপাড়া গ্রামের বাসিন্দা।

পরিবারের বরাতে টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, গোবিন্দ মেয়ের বাড়িতে থাকতেন। শনিবার রাত ১১টার দিকে মেয়ের ঘরে থাকা আলমারি থেক টাকা নিয়ে ঘর থেকে বের হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে চান্দের বাজার এলাকায় তার মরদেহের সংবাদ পেয়ে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মৃত ব্যক্তির শরীরের হাতের কুনুই ও পায়ের হাঁটুতে কিছুটা রক্তাক্ত ছিল। সঙ্গে নিয়ে বের হওয়া টাকা তার পকেটেই পাওয়া গেছে। মৃত্যুর সঠিক কারণ কি তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

ওসি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এমএস