জামালপুরের সরিষাবাড়ীতে ছোট বোনকে হত্যার দায়ে ইন্দ্ৰজিৎ ঘোষ নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে অন্য একটি ধারায় তাকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২১ আগস্ট) দুপুরে দায়রা ও জেলা জজ আদালতে বিচারক মো. জুলফিকার আলী খান এ দণ্ডাদেশ দেন।
ইন্দ্ৰজিৎ ঘোষ উপজেলার শিমলা গোপীনাথ এলাকার পরিতুষ চন্দ্র ঘোষের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিৰ্ম্মল কান্তি ভদ্র জানান, ২০১৭ সালের ২২ জানুয়ারি গভীর রাতে ইন্দ্ৰজিৎ ঘোষ তার ছোট বোনকে হত্যা করে সরিষাবাড়ী বাসটার্মিনাল সংলগ্ন একটি পুকুরে গুম করেন। এ ঘটনায় রাতেই ইন্দ্রজিৎ ঘোষকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন। পরদিন এ ঘটনায় একটি হত্যা মামলা করেন নিহতের বাবা পরিতুষ চন্দ্র ঘোষ।
মামলায় ২৪ সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আনন্দ মহন্ত নামের একজনকে খালাস দেন আদালত।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/জেআইএম