ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহীগোবিন্দ গ্রামের গৃহবধূ রিনা আক্তার (৩৬)। শনিবার (২০ আগস্ট) সকালে অসুস্থ অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে মারা গেছেন শ্বশুর।
ওই দিন দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
পুত্রবধূর শোকে মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবু তাহের (৮০)।
রোববার (২১ আগস্ট) সকাল ১০টায় বারাহীগোবিন্দ বটতলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, পুত্রবধূ রিনা আক্তারকে খুব ভালোবাসতেন আবু তাহের। রিনা আক্তারও বৃদ্ধ শ্বশুরের যথাসাধ্য সেবাযত্ন করতেন। শনিবার সকালে অসুস্থ অবস্থায় রিনা আক্তার মারা যান। তার মরদেহ বাড়িতে আনার খবর শুনে মূর্ছা যান বৃদ্ধ আবু তাহের। এর কিছুক্ষণ পরই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় শফিকুল আলম স্বপন বলেন, এমন মর্মান্তিক ঘটনা এলাকায় এই প্রথম। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন বলেন, এ ধরনের ঘটনা সত্যিই বেদনাদায়ক। পুত্রবধূর মৃত্যুর সংবাদ পেয়েই তিনি অজ্ঞান হয়ে পড়েন। এর অল্প কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান।
এসআর/জিকেএস