উনত্রিশ চালকে আটাশ হিসেবে বিক্রি ও ওজনে কম দেওয়ার অপরাধে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চার চাল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জেলা ভোক্তা অধিদপ্তরে সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ জরিমানা আদায় করেন।
মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, দুপুরে নিত্যপণ্যের দোকান, চালকল, চালের আড়ত ও পেট্রল পাম্পে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এ সময় উনত্রিশ চালকে আটাশ হিসেবে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কম দেয়ার অপরাধে আর আর মিনি অটো চাল কলকে ৩০ হাজার টাকা, বারেক চাল ঘরকে ১০ হাজার টাকা, ফাতেমা ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও জ্বালানি তেলের মাপযন্ত্রে কারচুপির প্রমাণ পাওয়ায় দেওয়ানের খামারের সাহা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসজে/এএসএম