দেশজুড়ে

মাদকের কোনো স্পট থাকবে এটা শুনতে চাই না: ফেনীর নতুন এসপি

ফেনীর নবাগত পুলিশ সুপার (এসপি) জাকির হাসান বলেছেন, প্রত্যেক অপরাধের কেন্দ্রবিন্দু মাদক। এটি নিয়ে পুলিশ কাজ করছে। বড় বিক্রেতা পর্যন্ত পৌঁছানো যায় না। তবে সরবরাহকারীকে ধরতে পারলে বিক্রি ও সেবন কমে যাবে। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রু মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসপি বলেন, মাদকের কোনো স্পট থাকবে এটা শুনতে চাই না। মাদকের স্পট রাখতে চাই না। মাদক থাকলে, স্পট থাকলে সেখানে ওসি থাকার দরকার নেই।

পুলিশিং সেবা সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা বলেন, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কেউ হয়রানি হবেন না। হয়রানি বরদাশত করা হবে না। হয়রানির বিষয়ে কোনো অফিসার জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/এএসএম