বিনোদন

অস্কার নিয়ে হ্যালি বেরির আক্ষেপ

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার অস্কার। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ৮৮তম আসর। সম্প্রতি এই আসরটি সমালোচনার মুখে পড়েছে কৃষ্ণাঙ্গদের অবহেলার জন্য। খোদ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও কৌশলে বিষয়টির সমালোচনা করেছেন। এবার শোনা গেল অস্কারজয়ী অভিনেত্রী হ্যালি বেরির আক্ষেপ। সম্প্রতি তিনি একটি সংবাদপত্রে অস্কার অ্যাওয়ার্ডে কালোদের পাশ কাটিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘একজন আফ্রিকান-আমেরিকান হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলাম আমি। কৃষ্ণাঙ্গ হিসেবে এই প্রাপ্তিতে আমি ভেবেছিলাম হয়তো অভিনয়ে নতুন দিগন্তের উন্মোচন হলো। এখন থেকে কৃষ্ণাঙ্গরাও সম্মানিত হবেন অস্কারের মতো আসরে। কিন্তু সেই প্রত্যাশা আমার ডানা মেলেনি। দীর্ঘ ১৫ বছর কেটে গেলেও আমার পর আর কোনো কালো অভিনেত্রীই এই পুরস্কার পাননি। অথচ অনেকেই আছেন যারা এটি পাওয়ার গোগ্যতা রাখেন।’‘মনস্টার’স বল’ ছবিতে অভিনয়ের জন্য যখন অস্কার পেয়েছিলেন, অ্যাকসেপট্যান্স স্পিচে তার আবেগ দেখেছিল গোটা বিশ্বের সিনেমাপ্রেমীরা।এলএ/আরআইপি