চলতি বছর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ১ লাখ ১৩ হাজার ৫০৩ কোটি ৪৩ লাখ টাকার ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের কর্যরত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এ ঋণ বিতরণ করবে।বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির এসএমই অ্যান্ড স্পেশ্যাল প্রোগ্রামস বিভাগ এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালের এ লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় ৮ হাজার ৯১৬ কোটি ৯৪ লাখ টাকা অর্থাৎ ৮ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০১৫ সালে এ খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ চার হাজার ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকা।গত বছরের ঋণ বিতরণের পরিসংখ্যান তুলে ধরে জাননো হয়, ২০১৫ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৭ লাখ ২৪ হাজার ৯০৩ জন উদ্যোক্তার মাঝে মোট ১ লাখ ১৫ হাজার ৮৭০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ১১ হাজার ২৮৩ কোটি টাকা অর্থাৎ ১০ দশমিক ৭৯ শতাংশ বেশি।বিতরণকৃত ঋণের মধ্যে ১ লাখ ৮৮ হাজার ২৩৩ জন নারী উদ্যোক্তা রয়েছে। যাদের ঋণের পরিমাণ ৪ হাজার ২২৬ কোটি টাকা।সংবাদ সম্মেলনে স্বপন কুমার রায় জানান, বড় ঋণ গ্রহীতার তুলনায় ক্ষুদ্র ও মাঝারি খাতের আদায় ভালো বিবেচনায় এসএমই খাতে এখন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণে বেশি আগ্রহ। যার ফলে গত বছর দেশে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত অর্থায়ন করছে।২০১৫ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত ১ লাখ চার হাজার ৫৮৬ কোটি ৪৯ লাখ টাকার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার চেয়ে ১০ দশমিক ৭৯ শতাংশ বেশি পূরণ করেছে বলেও জানান তিনি।সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র বক্ত, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়সহ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এসআই/আরএস/এবিএস