দেশজুড়ে

নিজের বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

জয়পুরহাটে জোসনা কুণ্ডু (৬৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বৃদ্ধার ছেলে নিশিত কুমার কুণ্ডুকে (৩২) আটক করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে শহরের হরিবাসর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জোসনা কণ্ডু ওই এলাকার হরিকুণ্ডুর স্ত্রী।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, ওই বৃদ্ধা বাড়িতে ছেলেসহ বাস করতেন। দুপুরে স্থানীয়রা তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ওই বৃদ্ধার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি মাদকাসক্ত ছিলেন।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম