একুশে বইমেলা

৭ ফেব্রুয়ারি থেকে শূন্য দশকের লেখক অভিধান

শূন্য দশকের কবি ও সাহিত্যিকদের পরিচিতি নিয়ে অভিধান প্রকাশ করা সত্যিই সময়সাপেক্ষ। এমন দুঃসাধ্যকেই সাধন করেছেন কবি ও গবেষক আহমেদ ফিরোজ। দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের ফলে এবারের বইমেলায় আলোর মুখ দেখছে অভিধানটি। যার নাম রাখা হয়েছে ‘শূন্য দশকের লেখক অভিধান’। অভিধানের সম্পাদক আহমেদ ফিরোজ জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে লিটলম্যাগ চত্বরের মেঘ প্রকাশনীর ২৪ নং স্টলে পাওয়া যাবে অভিধানটি। অভিধানে ২০৫ জন কবি ও সাহিত্যিকের পরিচিতি সন্নিবেশিত হয়েছে। মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। অভিধানে একজন কবি ও সাহিত্যিকের যেসব তথ্য সংযোজিত হয়েছে- নাম (ইংরেজি বানানসহ), সনদপত্রানুযায়ী নাম, ডাক নাম (যদি থাকে), জন্মতারিখ, জন্মসাল, জন্মস্থান, পৈতৃক নিবাস, মাতৃনিবাস, পিতা-মাতার নাম, স্ত্রী-স্বামীর নাম, ক ভাই ক বোন, শিক্ষা ও প্রতিষ্ঠানের নাম (সর্বশেষ ডিগ্রি), পেশা (প্রতিষ্ঠানের নাম ও বর্তমান অবস্থান), সম্পাদিত পত্রিকা (প্রথম কত সালে প্রকাশিত, এ পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), লেখার বিষয় কি কি, প্রকাশিত গ্রন্থ (বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, পুরস্কার, মোবাইল নম্বর, ইমেইল, ওয়েব ঠিকানা (যদি থাকে) এবং এককপি ছবি। অভিধান সম্পর্কে সম্পাদক আহমেদ ফিরোজ জানান, একজন কবি ও সাহিত্যিকের আবির্ভাবকাল বা সময়কাল ২০০০-২০০৯ এবং জন্মপত্রকাল ১৯৭৬-১৯৮৫ ধরে পুরো লেখক তালিকা পুনর্বিন্যাস করা হয়েছে। অভিধানটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশনায় রয়েছে মেঘ এবং পরিবেশক কথাপ্রকাশ। এসইউ/পিআর