দেশজুড়ে

সোনার হরিণের পেছনে না ছুটে সোনার মানুষ হও : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ স ম আরেফিন সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালের তরুণরা দেশ স্বাধীন করেছিল। আজকের তরুণরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করবে। এজন্য তরুণদের অতীত থেকে শিক্ষা নিতে হবে। বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষাজীবনের মূল লক্ষ্য শুধু জিপিএ-৫ পাওয়া কিংবা সার্টিফিকেট অর্জন নয়। একজন শিক্ষার্থীকে জ্ঞাণী হওয়ার জন্য শিক্ষা অর্জন করতে হবে। তিনি শিক্ষার্থীদের সোনার হরিণের পেছনে না ছুটে সোনার মানুষ হওয়ার প্রতি আহ্বান জানান। ঢাবি ভিসি বলেন, শিক্ষার কোনো বয়স কিংবা সীমা নেই। প্রকৃত জ্ঞাণী হওয়ার জন্য যেকোনো বয়সেই শিক্ষা অর্জন করা যায়। অনুষ্ঠানের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এসএম ইমামুল হক বলেন, সত্যিকারের শিক্ষায় শিক্ষিত না হলে এ-প্লাস জীবনের কোনো পাথেয় হতে পারেনা। একটি বিষয় পড়াশোনা করে একজন শিক্ষার্থী কতটুকু অনুধাবন করতে পারলো, কতটুকু অর্জন করতে পাড়লো, সেটিই জীবনের পাথেয় হয়ে থাকবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত অরিয়েন্টশন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. একেএম মাহবুব হাসান।  অনুষ্ঠানে বরিশালের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দফতরের পদস্থ কর্মকর্তা এবং ২০১৫-২০১৬ শিক্ষা বর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সন্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সাইফ আমীন/ এমএএস/পিআর