এ প্রজন্মের কণ্ঠশিল্পী ঈর্ষা পাপড়ি। এরই মধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। ফোক গানের পাশাপাশি ঈর্ষা পাপড়ি আবারও নতুন আধুনিক গান ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ নিয়ে আসছেন শ্রোতাদের জন্য।
এর আগেও পাপড়ি একাধিক আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান, বাপ্পা মজুমদার, বালাম, প্রীতম আহমেদ, মুশফিক লিটু, প্রদীপ সাহা, রিয়েল আশিকসহ অনেকের সঙ্গে।
‘ঘাস ফড়িংয়ের বিকেল’ গানটি কাজী বিভাসের কথায় সুর করেছেন নাজির মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু।
এ প্রসঙ্গে ঈর্ষা পাপড়ি বলেন, আধুনিক ও ফোক দুই ট্র্যাকেই গান করতে চাই। দুটিতেই আমার ভালো লাগা কাজ করে। আধুনিক গান করতে অনেক ভালোবাসি, আর ফোক গানটাও পছন্দ করি।
তিনি আরও বলেন, পৃথিবীর সব গানেই কোনো না কোনো বার্তা থাকে। আমার গানেও তেমনটিই রাখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমার পরবর্তী গান আসছে পথশিশু, যৌনকর্মী ও বৃদ্ধ ভিক্ষুকদের নিয়ে। গানগুলোর মাধ্যমে সমাজের বাস্তবচিত্র উঠে আসবে।
জানা গেছে, ‘ঘাস ফড়িংয়ের বিকেল’ গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ঈর্ষা পাপড়ি’ ও ফেসবুক পেজে মুক্তি দেওয়া হবে।
এমআই/এসএএইচ/এএসএম