সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টুয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পৃথক দুই ম্যাচে আজ মাঠে নামবেন বাংলাদেশের তিন তারকা সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও তামিম ইকবাল। দুবাইয়ে দিনের প্রথম ম্যাচে সাকিব-মুশফিকের দল করাচিং কিংস মোকাবিলা করবে লাহোর কালান্দার দলকে। দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের পেশোয়ার জালমির প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম টি-টোয়েন্টি আসরে মাঠে একদিনে দেখা যেতে পারতো চার বাংলাদেশি তারকাকে। তবে কাঁধের ইনজুরির কারণে মুস্তাফিজকে পাকিস্তান সুপার লীগ খেলার ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তান প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে বিশ্বের একনম্বর অলরাউন্ডার সাকিব আল হাসানের কদরটা দেখা গিয়েছে পরিষ্কার। ড্রাফটে ষষ্ঠ বাছাইয়ের সুযোগ পেয়ে সাকিব আল হাসানকে দলে ভেড়ায় অধিনায়ক শোয়েব মালিকের দল করাচি কিংস। প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব আল হাসান পাচ্ছেন ১৪০০০০ ডলার। দেশসেরা ওপেনার তামিম ইকবালকে ৫০০০০ ডলারের গোল্ড ক্যাটাগরিতে দলভুক্ত করে অধিনায়ক শহীদ আফ্রিদির পেশোয়ার জালমি। প্রথম দিনের ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে অবিক্রীত থেকে গেলেও দ্বিতীয় দিনে বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে দলে ভেড়ায় করাচি।এমআর/পিআর