ওয়ান বিলিয়ন রাইজিং বা উদ্যমে উত্তরণে শতকোটির এবারের বিশ্বকর্মসূচি উদ্বোধনের অংশ হিসাবে আগামীকাল সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটি।শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সেমিনারে এমন তথ্য জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।সেমিনারে জানানো হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর সাতমসজিদ রোডের ছায়ানট মিলনায়তনে তরুণদের সাথে আলোচনা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রবীন্দ্র সরোবরে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।উভয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উদ্যমে উত্তরণে শতকোটি আন্দোলনের প্রতিষ্ঠাতা, প্রথিতযশা নাট্যকার, অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক মার্কিন নাগরিক ইভ এন্সকার, বিশ্বনন্দিত মঞ্চ এবং চলচ্চিত্রাভিনেতা মনিক উইলসন এবং দক্ষিণ এশিয়ার নারীবাদী নেটওয়ার্ক সাংগাতের সমন্বয়কারী নাসতাসিয়া পল গেরা।সংগঠনের কার্যক্রম বিষয়ে সেমিনারে জানানো হয়, ওয়ান বিলিয়ন রাইজিং বা উদ্যমে উত্তরণে শতকোটি হচ্ছে বিশ্বজুড়ে নারীদের প্রতি চলমান বৈষম্য-সহিংসতার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় নারীবাদী গণআন্দোলন মঞ্চ। ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি এর যাত্রা শুরু। সেমিনারে বাংলাদেশ উদ্যমে উত্তরণে শতকোটির সমন্বয়ক খুশি কবিরসহ সংগঠনের সদস্য এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এএস/এনএফ/পিআর