জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইলে জুয়া খেলাকে কেন্দ্র করে রিফাত মিয়া (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত রিফাত সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার গ্রামের মানসিক প্রতিবন্ধী আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বলারদিয়ার গ্রামের সুলতান মাহমুদের ছেলে রাহাত মিয়া (২০) ও নিহত রিফাত পাশাপাশি বাড়ির দুই বন্ধু ছিল। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় বসে তারা মোবাইলে জুয়া খেলছিলেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হলে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে রিফাতের বাড়ি গিয়ে তাকে মারপিট করেন রাহাত।
পরিবারের লোকজন তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনার পর ঘাতক পালিয়ে যাওয়ায় এখনো তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
মো. নাসিম উদ্দিন/এসআর/জেআইএম