দেশের চলমান অবস্থা ও কৃষক-শ্রমিকদের কষ্টের জন্য সম্রাজ্যবাদ ও তার দালালরা দায়ী বলে অভিযোগ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের নেতারা।শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তারা এ অভিযোগ করেন। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) এম জাহাঙ্গীর হুসাইন বলেন, দেশের কৃষকদের ৯ হাজার টাকা করে কৃষি ঋণ দেয়া হয়। ফসলের ন্যায্য মূল না পাওয়ায় কৃষক তা শোধ করতে পারেন না। তখন তার কোমরে দড়ি বাঁধা হয়। অথচ দেশে লাখ লাখ রুগ্ন শিল্প-কারখানার মালিকেরা বারবার ঋণ নিয়ে খেলাপি করছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয় না।এইসব ব্যবসায়ীরাসহ বুদ্ধিজীবী, শিক্ষক, আমলা ও চাকরিজীবীরা সবাই সরকারের দালালি করে বলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না বলেও মন্তব্য করেন তিনি।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল বলেন, বাজার নিয়্ন্ত্রণের ক্ষমতা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের নেই। যারা রাষ্ট্র চালায়, পণ্য আমদানি করে এবং মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে তারাই বাজার নিয়ন্ত্রণ করে। ফলে একজন কৃষক যে দামে তার উৎপাদিত ফসল বিক্রি করে পরবর্তীতে সেই দামে ফসল কিনতে পারে না। সংগঠনের সভাপতি ডা. এমএ করিমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শ্যামল কুমার ভৌমিক, সংগঠনের ঢাকা মহানগরের সভাপতি হাবীবুল্লা বাচ্চু প্রমুখ।এএস/এএইচ/এমএস