দেশজুড়ে

বাড়ি ফিরা হলো না সামাদের

নওগাঁর মান্দায় বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে বাড়ি ফিরা হলো না আব্দুস সামাদ মণ্ডল (৫৫)। শুক্রবার বিকেলে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সাতবাড়িয়া নামক স্থানে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় স্কুল ছাত্রীসহ ৮ জন গুরত্বর আহত হয়েছে। নিহত আব্দুস সামাদ উপজেলার দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মৃত সামান আলী মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামাদ মণ্ডল উপজেলার পারইল-কাঞ্চন এলাকায় রফাতুল্লার বাড়িতে বিয়ের দাওয়াত খেয়ে বিকেল ৫টার দিকে আত্মীয়-স্বজনদের নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। এসময় সাতবাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটে। আহত ৮ জন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুস সামাদের এক চোখ নষ্ট ও এক পা ভেঙ্গে আশংঙ্কজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান।মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সামাদ মারা  যান। তবে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে।আব্বাস আলী/জেএইচ