দেশজুড়ে

আওয়ামী লীগ-বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই: খালেকুজ্জামান

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালীতে ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় শীর্ষক’ সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

কমরেড খালেকুজ্জামান বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে দাবি করলেও তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না। স্বাধীনতার পরপরই দেশে একদিকে ছিল আওয়ামী লীগ, অন্যদিকে ছিল সবগুলো বাম দল। বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বামপন্থীরা। গ্রামে-গঞ্জে অসংখ্য মানুষ বামপন্থী চিন্তা-চেতনা লালন করে।

তিনি দাবি করেন, বামপন্থীদের কিছু ভুল-ত্রুটি আছে। সুনির্দিষ্ট সময়ে সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারে না। অন্যদিকে আওয়ামী লীগ ও বিএনপি মুক্তিযুদ্ধের মূল চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে আজকের পরিস্থিতি সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধের গণআকাঙ্ক্ষা বাদ দিয়ে এদেশের সমস্যার সমাধান কখনোই করা যাবে না।

কমরেড খালেকুজ্জামান পুলিশের সমালোচনা করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ গুলি করার অধিকার কোথায় পেল? কোনো গণতান্ত্রিক আন্দোলন হলে পুলিশ তাদের ইন্টেলিজেন্স টিম দিয়ে তা সরকারকে জানাতে পারে। জনগণের দাবিতে পরিচালিত একটি আন্দোলনে হস্তক্ষেপ করা মানে জনগণের অধিকারে হস্তক্ষেপ করা।

তিনি আরও বলেন, পত্রিকায় দেখলাম নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন প্রাণ হারিয়েছেন। আওয়ামী লীগ এবং বিএনপি মৃতের পরিচয় নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করছে। এতে বোঝা যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশ একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে। এ থেকে উত্তরণের জন্য জনগণের মতামতের ওপর গুরুত্ব দিতে হবে।

বাসদের জেলা সমন্বয়ক কমরেড খায়ের ইমতিয়াজ মাসুদ দাউদের সভাপতিত্বে ও জোনাল সমন্বয়ক কমরেড অর্জুন দাসের পরিচালনায় সমাবেশে বাসদের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আবদুর রাজ্জাক, ওয়র্কাস পার্টির জেলা সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা সভাপতি নুরুল আলম পারভেজ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম