আন্তর্জাতিক

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্পে নিহত ২

তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূকম্পনে ১৭তলা একটি ভবন ধসে পড়েছে। নিহত হয়েছে কমপক্ষে দুই জন। এছাড়া ভবনটি থেকে ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে তাইওয়ানে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পে আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।এআরএস/এমএস