দেশজুড়ে

টেকনাফে পরিত্যক্ত নৌকায় মিললো বিপুল পরিমাণ আইস-ইয়াবা

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিত্যক্ত একটি নৌকা থেকে বিপুল পরিমাণ আইস ও ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর তীর থেকে এসব মাদক জব্দ করা হয়।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, মিয়ানমার থেকে একটি বিশাল মাদকের চালান টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন খবরে শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত একটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে ২ কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে কাউকে না পাওয়া নি। তাই মালিকবিহীন হিসেবে নৌকাসহ এসব মাদক জব্দ দেখানো হয়।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম