সানরাইজার্স হায়দরাবাদের পর আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংস তাদের নতুন হেড কোচ ঠিক করে ফেলেছে। অনিল কুম্বলের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়ার পর ইংল্যান্ডের সাবেক হেড কোচ ট্রেভর বেইলিসকে নতুন দায়িত্ব দিচ্ছে পাঞ্জাব কিংস।
কুম্বলের অধীনে শেষ তিন আসরে একবারও প্লে-অফ খেলতে পারেনি পাঞ্জাব। এবার বেইলিসের হাতে দলকে ছাড়ছে কর্তৃপক্ষ। বেইলিসের অধীনে ২০১৯ সালে নিজেদের ইতিহাসের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার অধীনেই প্রথম শিরোপার খোঁজে নামবে পাঞ্জাব।
আইপিএলে এর আগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে বেইলিসের। ২০১২ ও ২০১৪ সালের আসরে তার অধীনেই চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ২০২০ ও ২০২১ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ছিলেন বেইলিস।
বর্তমানে ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্ব পালন করছেন বেইলিস। এই টুর্নামেন্ট শেষে তার সঙ্গে শিগগির কাগুজে আনুষ্ঠানিকতা সেরে ফেলা হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন পাঞ্জাব কিংসের এক কর্মকর্তা।
আইপিএল ইতিহাসে পাঞ্জাব কিংসের ফলাফল খুব একটা ভালো নয়। টুর্নামেন্টে মাত্র দুইবার (২০০৮ ও ২০১৪) প্রথম রাউন্ড পেরিয়ে প্লে-অফ খেলতে পেরেছে তারা। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালের আসরে রানার্সআপ হওয়া। সেবার বেইলিসের কলকাতার কাছেই হেরেছিল পাঞ্জাব।
এসএএস/এমএস