নিষিদ্ধ ও নকল প্রসাধনী বিক্রির অপরাধে ঈশ্বরদীতে একটি দোকান সিলগালা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৪ সেপ্টেম্বর) ঈশ্বরদী বাজারের এবি প্লাজার পাইকারি কসমেটিক্সে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।
তিনি বলেন, এখানে নিষিদ্ধ ও নকল ব্র্যান্ডের প্রসাধনী বিক্রির করা হতো। এসব মালামাল জব্দ করা হয়েছে। দোকান সিলগালা করা হয়। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসকে মহসিন/জেআইএম