কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনকে প্রধান আসামি করে দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ কামাল বাদী হয়ে মামলাটি করেন। এতে ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। সংঘর্ষের সময় ঘটনাস্থল থেকে আটক ২০ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, শনিবার বিএনপির সমাবেশ ও বিক্ষোভের অনুমতি ছিল না। উপজেলার সৈয়দগাঁও চৌরাস্তা থেকে অ্যাডভোকেট জালাল উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বাজারের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষ নিয়ন্ত্রণে শতাধিক রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ১১ পুলিশ সদস্য আহত হন।
এর আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে শনিবার সকালে বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা মোড় এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এতে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নূর মোহাম্মদ/আরএইচ/জেআইএম