দেশজুড়ে

পাংশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৩ ফার্মেসির জরিমানা

রাজবাড়ীর পাংশা পৌর শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ফার্মেসির মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং চিকিৎসকের স্যাম্পল বিক্রির অভিযোগে মেসার্স দাউদ ফার্মেসির মালিক আবু দাউদ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে বিশ্বাস ফার্মেসির মালিক সুধাংশু বিশ্বাসকে পাঁচ হাজার এবং মোল্লা ফার্মেসির মালিক মো. নুরুল ইসলাম মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, তিন ফার্মেসীর মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান নিয়সিত পরিচালনা করা হবে।

অভিযানে সহযোগিতা করেন, পাংশা উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়ুবুর রহমান, পাংশা থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।

রুবেলুর রহমান/এএইচ/জিকেএস