দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ রঙে জন্মদিনের কেক, লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে মেয়াদোত্তীর্ণ ক্ষতিকারক রং দিয়ে জন্মদিনের কেক তৈরি করায় এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে চৌমুহনীর মৌচাক বেকারিতে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (ডিডি) মো. কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, ‘মৌচাক বেকারিতে মেয়াদোত্তীর্ণ ক্ষতিকারক রং দিয়ে জন্মদিনের কেক তৈরি করা হচ্ছিল। বিষয়টি হাতেনাতে ধরা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।’

অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী, ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ বেগমগঞ্জ মডেল থানার একটি দল উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম