দেশজুড়ে

যশোরে ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে

যশোরে ইজিবাইকের মধ্যে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম মোস্তাফিজুর রহমান (২৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর শাহাপাড়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

রোববার বিকেলে ঝিনাইদহ থেকে ফেরার পথে যশোরে ইজিবাইকের মধ্যে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অজ্ঞাতপরিচয় হিসেবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর পর থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত নিহত মোস্তাফিজুরের পরিচয় জানা যায়নি। সোমবার দুপুরের দিকে পরিবারের লোকজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে এসে তার মরদেহ শনাক্ত করে।

নিহতের স্ত্রী জান্নাতুল হাসপাতাল মর্গের সামনে জানান, মোস্তাফিজুর রোববার সকালে বাসা থেকে বের হয়ে খুলনায় অফিসে যান। সেখান থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদহ যান। বিকেল ৩টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ঝিনাইদহ যাওয়ার সময় মোস্তাফিজুরের সঙ্গে তার সহকর্মী রবিউল ইসলাম ছিলেন। সোমবার ভোরে তারা জানতে পারেন, মোস্তাফিজুর খুন হয়েছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। পরে তিনি হাসপাতালে এসে মোস্তাফিজুরের মরদেহ শনাক্ত করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনের কারণে মোস্তাফিজুর রহমান খুন হতে পারেন। মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া অন্তর মন্ডল (২৪) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

মিলন রহমান/এমআরআর/এএসএম