দেশজুড়ে

ঈশ্বরদীতে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর এলাকার ফতেহমো‏হাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আইন উদ্দিন ফকির (৬৫)। তিনি পৌর এলাকার ফতেহমোহাম্মদপুরের মৃত হুসেন আলী ফকিরের ছেলে। রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন তিনি। স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ির পাশের খাদে পাটের আঁশ ছাড়ানোর কাজ করছিলেন আইন উদ্দিন ফকির। এসময় বজ্রপাতে তার শরীরের ডান পাশের অংশ পুড়ে যায়। পরে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, বজ্রপাতে নিহত আইন উদ্দীন হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

শেখ মহসীন/এএইচ/এএসএম