বরগুনায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে তার নিজ সংসদীয় এলাকায় যাওয়া ঠেকাতে রাতভর রড ও লাঠি হাতে বরগুনা পৌরশহরে অবস্থান করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতভর তারা মহড়া দেন। পরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের ফেসবুক আইডিতে তাদের লাঠি হাতে মহড়া দেওয়ার ছবি পোস্ট করতে থাকেন।
তাদের পোস্ট করা ছবিতে দেখা যায়, বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী রাতে বরগুনার টাউনহল ব্রিজে অবস্থান করছেন। তাদের হাতে লোহার পাইপ, রড ও লাঠি।
এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা জাগো নিউজকে বলেন, ‘বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে কোনোভাবেই বরগুনা ও পাথরঘাটায় ঢুকতে দেওয়া হবে না। গত কয়েকদিন ধরে তিনি চান্দখালী হয়ে রাতে বরগুনা প্রবেশের চেষ্টা করছেন। তাই ছাত্রলীগ নেতারা টাউনহল ব্রিজে রাতভর অবস্থান নিয়েছিলেন।’
রাতে রড ও লাঠি হাতে অবস্থান নেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা।
রাতে রড ও লাঠি হাতে হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া ও তার ছবি ফেসবুকে প্রকাশ কতটা ঠিক হয়েছে জানতে চাইলে নিজেকে অসুস্থ দাবি করে তিনি ফোনের সংযোগ কেটে দেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ফোনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একজন রিসিভ করে নিজেকে তার কর্মী পরিচয়ে বলেন, ‘পাথরঘাটায় ৪ তারিখের হামলার পর স্যার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে আপাতত কথা বলতে নিষেধ করেছেন।’
এম এ আজীম/এসআর/জিকেএস