দেশি মাছে প্রসিদ্ধ ভৈরবের নৈশকালীন পাইকারি মৎস্য আড়ৎ। উপজেলার প্রায় তিনশ পাইকারি মৎস্য আড়তে কয়েক হাজার লোক কাজ করে তাদের পরিবারের ভরণপোষণ করছেন। এই আড়তগুলোতে প্রতিদিনই হাওর অঞ্চল থেকে দেশীয় প্রজাতির বাহারি ছোট বড় মাছ আসে। পাইকাররা এসব মাছ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন।
এছাড়া প্রতিদিনই বিকেলে কিশোরগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার লোকজন মৎস্য আড়তে এসে তাদের পছন্দমতো ছোট বড় মাছ কিনে নিয়ে যান। পৌর শহরের পুলতাকান্দায় অবস্থিত পাইকারি মৎস্য আড়তগুলোতে প্রতিদিন বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে মাছ কেনাবেচা।
বিকেল তিনটা বাজতেই সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার আজমিরগঞ্জসহ কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন, নেত্রকোনার খালিয়াজুরি এলাকা থেকে নৌকা ও সড়ক পথে আড়তে মাছ আসতে শুরু করে। এরপরই আড়তগুলিতে ব্যস্ততা বেড়ে যায়।
ভৈরবের পুলতাকান্দা এলাকার সাহাব মৎস্য আড়তের কর্মচারি তোফাজ্জল মিয়া বলেন, আমি মাছের আড়তে কাজ করি। প্রতিদিনই ইটনা, মিঠামইন এলাকা থেকে জেলেদের মাছ সংগ্রহ করে সড়ক পথে ভৈরবের মাছের আড়তে বিক্রির জন্য নিয়ে আসি। এসব মাছ বিভিন্ন পাইকাররা কিনে নিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকেন।
রহমানিয়া মৎস্য আড়তের মালিক বাদল মিয়া বলেন, হাওর অঞ্চলের দেশীয় প্রজাতির মাছ সাধারণত কার্তিক মাসের দিকে সবচেয়ে বেশি আমদানি হয়ে থাকে। এখন দেশীয় প্রজাতির মাছের আমদানি কিছুটা কম।
আশুগঞ্জ মৎস্য আড়তের মালিক তাহের মিয়া বলেন, আজকের বাজারে ইটনা হাওর এলাকা থেকে দেশীয় প্রজাতির বোয়াল, আইড়, রুই মাছ বাজারে এসেছে। বাজারে সবচেয়ে বড় বড় মাছ আমাদের আড়তেই আসে। এসব মাছ রাজধানীর বড় বড় বাজারে বিক্রি হয়ে থাকে। পাইকাররা আড়ত থেকে প্রতিদিনই মাছ কিনে সড়ক পথে বিভিন্ন এলাকার বাজারে সরবরাহ করেন।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, মিঠা পানির দেশীয় প্রজাতির মাছের জন্য প্রসিদ্ধ ভৈরবের পাইকারি মৎস্য বাজার। পাইকারি মাছের আড়তগুলো থেকে পাইকাররা কিনে নিয়ে দেশের বিভিন্ন বড় বড় বাজারে ছোট বড় মাছ বাহারি মাছ বিক্রি করে থাকেন। এই পাইকারি মৎস্য বাজার প্রসারে সরকারিভাবে একটি মৎস্য অবতরণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। এখানে পাইকারি মাছ বিক্রেতার জন্য আধুনিক ব্যবস্থাপনায় সংরক্ষিত উপায়ে মাছ বিক্রয় কেন্দ্র করা হয়েছে। সেখান থেকে আড়ৎ মালিকরা পাইকারদের কাছে মাছ বিক্রি করতে পারছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে সবসময় তদারকি রয়েছে।
রাজীবুল হাসান/এফএ/এএসএম