আন্তর্জাতিক

সরাসরি সম্প্রচারে নারী সাংবাদিককে যৌন হয়রানি (ভিডিও)

জার্মানির কোলন শহরে আবারো যৌন হয়রানির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বার্ষিক কার্নিভাল উৎসব সরাসরি সম্প্রচারের সময় বেলজিয়ানের এক নারী টেলিভিশন সাংবাদিক এবার হয়রানির শিকার হলেন। এর আগে একই শহরে বর্ষবরণের অনুষ্ঠানে শতাধিক যৌন হয়রানির ঘটনা ঘটে।ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টকে এসমেরালদা ল্যাবি নামের ওই সাংবাদিক বলেন, সরাসরি সম্প্রচারের সময় কয়েকজন আমার পেছনে দাড়ায়। এরপর তাদের মধ্যে থেকে একজন আমার বুকে হাত দেয়। আমি আঁতকে উঠি।কিছুদিন আগে কলোনিতে নববর্ষের অনুষ্ঠানে শতাধিক যৌন হয়রানির ঘটনা ঘটে। পরে শহরের নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে কলোনির পুলিশ প্রধান পদত্যাগ করেন। কোলনে বর্ষবরণের অনুষ্ঠানে শত শত যৌন নিপীড়নের ঘটনার পর থেকেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে শহরটি।শহরটিতে কার্নিভালে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কার্নিভাল চলার সময় জনসমাগমের মাঝে রাস্তা থেকেই সরাসরি সম্প্রচার করছিলেন বেলজিয়ামের টেলিভিশন চ্যানেল আরটিবিএফের রিপোর্টার এসমেরালদা ল্যাবি। তিনি বলেন, রিপোর্ট করার সময় পেছন থেকে কয়েকজন ব্যক্তি অশ্লীল অঙ্গভঙ্গি করেন। একজন তার ঘাড়ে চুমুও দেন। এছাড়া অপর ব্যক্তি আমার বুক স্পর্শ করে।কার্নিভালে এদিন অন্তত ২২টি যৌন হয়রানির ঘটনার অভিযোগ পেয়েছে পুলিশ। এসব ঘটনায় জড়িত সন্দেহে ১৮১ জনকে আটক করা হয়েছে।এসআইএস/বিএ