জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা, মুখ থেঁতলানো ও গলায় কাপড় পেছানো ছিল।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচপাড়া গ্রামে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম কাঁনচপাড়া গ্রামের সামছুল হকের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, তিলকপুর রেলস্টেশনে আশরাফুল ইসলাম ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান করতেন। বৃহস্পতিবার রাতে দোকান বন্ধের পর পরিবারের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে সকালে এক কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে তা এখনোও স্পষ্ট করে বলা যাচ্ছে না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
রাশেদুজ্জামান/এসজে/এমএস