জাতীয়

চট্টগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আন্দরকিল্লাহ মোড়ে দেওয়ান বাজার-আন্দরকিল্লা শাখার উদ্যোগে এ সমাবেশ করা হয়।

দেওয়ান বাজার-আন্দরকিল্লা শাখা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, কোতোয়ালি থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য, যুবনেতা রুপন কান্তি ধর, সাখারভ হোসেন সেবক, অভিজিৎ বড়ুয়া, টিকলু দে প্রমুখ।

এ সময় জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এতে সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।

‘শ্রমিক ও কর্মজীবী মানুষদের মজুরি-বেতনও বাড়েনি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এরইমধ্যে সব পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে সেচ ও পরিবহন খরচ। সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের নামে সব গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে ফেলেছে। নির্বাচন ও বিচার ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। বিনা ভোটের সরকার দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে।

নেত্রকোনার কলমাকান্দায় সিপিবির জনসভায় হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, যত দিন যাচ্ছে, সরকার তত বেশি কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছে। সরকারের বিরুদ্ধে গিয়ে মানুষের পক্ষে ন্যায্য কথা বলা মানুষদের কণ্ঠরোধ করতে ছাত্রলীগের গুন্ডাদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।

‘কিন্তু গুন্ডামি করে, অসভ্যতা করে, হামলা-নির্যাতন চালিয়ে বাম প্রগতিশীল শক্তির কণ্ঠরোধ করা যাবে না। আমরা সরকারের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে কথা বলেই যাব, লড়াই চালিয়েই যাবো।’

বক্তারা আরও বলেন, দেশের সংকটময় সময়ে সর্বোচ্চ শক্তি নিয়ে খুন-ধর্ষণ, গণতন্ত্রহীনতা, লুটপাট, বিচারহীনতা ও দ্রব্যমূল্যের ঊর্ধগতির বিরুদ্ধে তীব্র গণসংগ্রাম গড়ে তুলতে হবে। কোতোয়ালি থানার প্রতিটি ওয়ার্ডে গণসংগ্রাম গড়ে তুলতে শক্তিশালী কমিউনিস্ট পার্টির কোনো বিকল্প নেই।

ইকবাল হোসেন/এসএএইচ/এএসএম