গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৭ বছর পালিয়ে ছিলেন হত্যা মামলার আসামি হবি মিয়া (৫০)। অবশেষে পুলিশের হাতে ধরা পড়তে হলো তাকে। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার তারাপাশা গ্রামের মৃত গফুরের ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকা থেকে হবি মিয়াকে গ্রেফতার করে কিশোরগঞ্জের হোসেনপুর থানা পুলিশ।
হোসেনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২০০৫ সালের একটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয় আসামি হবি মিয়ার বিরুদ্ধে। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি গাজীপুরে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে দায়ের হওয়া ওই হত্যা মামলার এখনো রায় হয়নি।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেফতার হবি মিয়াকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
নূর মোহাম্মদ/এমআরআর/জেআইএম