দেশজুড়ে

রাজবাড়ীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজবাড়ী সদর উপজেলায় আরিফুল ইসলাম রকি (২৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত রকি খানখানাপুর সরদারপাড়ার রাজ্জাক শেখের ছেলে।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে হাই স্কুলের সামনে বসে ছিলেন রকি। এ সময় খানখানাপুর বাজারের দিক থেকে মোটরসাইকেলে আসা কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এতে রকির মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক শওকত হাসান জাগো নিউজকে বলেন, কে বা কারা কী কারণে তাকে গুলি করে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

রুবেলুর রহমান/এসজে/জেআইএম