চার জেলায় পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজবাড়ী, ঠাকুরগাঁও ও ভোলায় দুজন করে এবং পঞ্চগড়ে একজনের মৃত্যু হয়েছে। জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
রাজবাড়ীবিকেলে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশী এলাকায় পুকুরের পানিতে ডুবে সোয়াইফ (৬) ও তাইবা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোয়াইফ দ্বাদশী রোঘনাথপুরের মাসুদের ছেলে ও তাইফা মাধব লক্ষ্মীকোলের রুবেল শেখের মেয়ে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই বোন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনোয়ার হোসেন জানান, মৃত অবস্থায় ওই দুই শিশুকে হাসপাতালে আনা হয়।
ঠাকুরগাঁওদুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর আরাজি দুর্ল্লভপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। মৃতরা হলো- ওই গ্রামের মহেন চন্দ্রের মেয়ে মল্লিকা (১৩) ও মালা রামের মেয়ে ময়না (১০)। মল্লিকা রাণীশংকৈল উপজেলার নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ও ময়না গণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ভোলাভোলার লালমোহনে বাড়ির পাশের পুকুরে ডুবে মারজানা (৫) ও লামিয়া (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের মো. হারুন মিয়ার মেয়ে ও মারজানা চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার বাংলাবাজার এলাকার মো. মহিউদ্দিনের মেয়ে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, কোনো অভিযোগ না থাকা মরদেহ স্বজনদের কাছে হস্তাস্তর করা হয়েছে।
পঞ্চগড়দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুরে ডুবে মো. জুয়েল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের সুতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার আমজাদ আলীর ছেলে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।
আরএইচ/জেআইএম