গ্রামীণ ব্যাংক থেকে অবৈধভাবে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অপরাধে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ (মানিকগঞ্জ) এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- রতন কৃষ্ণ দে, সাহাবুদ্দিন, গ্রামীণ ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ছোলাইমান।
মামলার এজহারে বলা হয়, গ্রামীণ ব্যাংকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের জন্য রতন কৃষ্ণ দে ও সাহাবুদ্দিন পরষ্পর যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে জমা দেন। পরে ব্যাংকটির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও দ্বিতীয় সইকারী ছোলাইমান কাগজগুলো আসল হিসেবে ব্যবহার করেন।
রতন ও সাহাবুদ্দিনের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ওই দুই কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
আসামিরা দণ্ডবিধির ১০৯/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ১৯৪৭ সালের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এসএম/এসএএইচ/জেআইএম