খাগড়াছড়ির মহালছড়িতে পানিভর্তি বালতিতে পড়ে সামিয়া আক্তার নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্য হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শিশু সামিয়া আক্তার মহালছড়ির চৌংড়াছড়ি গ্রামের আবুল কাশেমের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে উঠানে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস