জাতীয়

৩৬তম বিসিএস প্রিলিমিনারির ফল চলতি সপ্তাহে

৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে প্রকাশ করা হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। পিএসসি সূত্র জানায়, বিভিন্ন ক্যাডারে ২ হাজার ১৮০ জনকে নিয়োগ দেয়ার লক্ষে গত বছরের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ৮ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরে ১৬২ কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ঢাকায় ১০৭টি ও ঢাকার বাইরে ৫৫ কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়াও ঘড়ি নিষিদ্ধ করে দেওয়াল ঘড়ির ব্যবস্থা করে পিএসসি। এনএম/জেএইচ/এমএস