নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তিন হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (১১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (বিএন) লে. কে এম শফিউল কিঞ্জল ডিজেল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া কোস্টগার্ড অভিযান চালিয়ে তিন হাজার ২০০ লিটার চোরাই ডিজেল জব্দ করে। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ডিজেলগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, ডিজেলের ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস