দেশজুড়ে

কিশোরগঞ্জে হামলায় আহত সাবেক যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন মাহবুবুর রহমান (৩৫) নামে এক সাবেক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত মাহবুবুর রহমান কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং কটিয়াদী উপজেলা যুবলীগের সাবেক সদস্য।

উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলার মসূয়া ইউনিয়নের ফুলদী গ্রামের ইকবাল হোসেনের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। গত ৩১ আগস্ট দুপুরে ইকবাল হোসেন তার বন্ধু মাহবুবুর রহমানের বাড়িতে যান। এসময় সেই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইকবালের ওপর হামলা চালান। তখন মাহবুবুর রহমান এগিয়ে গেলে হামলাকারীরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর আহত করেন।

পরে তাকে উদ্ধার করে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। অবস্থার অবনতি হলে মাহবুবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রোববার দুপুরে মাহবুবুর রহমানের মৃত্যু হয়।

জানতে চাইলে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসাইন বলেন, মাহবুবুরের মৃত্যুর বিষয়টি শুনেছি। কাল মরদেহ কটিয়াদীতে আসবে। এ ঘটনায় এখনো মামলার এজাহার পাইনি। এজাহার পেলে মামলা রুজু করা হবে।

নূর মোহাম্মদ/এমআরআর/জিকেএস