দেশজুড়ে

অল্প বয়সী নেতাকে মনোনয়ন দেওয়া হয়নি: আমু

ছাত্রলীগ, যুবলীগ বা অল্প বয়সী কোনো নেতাকে জেলা পরিষদের মনোনয়ন দেয়া হয়নি। বয়সের ভার না এলেও তাদের দায়িত্ব দিলে বিতর্কিত হবার আশঙ্কা থাকে। বয়সেরও একটা পরিপক্কতার ব্যাপার থাকে। গোয়েন্দা প্রতিবেদন, দলের জন্য পরিক্ষিত, দক্ষ, বিচক্ষণতার বিবেচনায় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর শহরের টাউনহলস্থ জেলা পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

আমু বলেন, দলের জন্য ত্যাগী, পরীক্ষিত, সাংগঠনিক ব্যক্তিত্ব, দক্ষ ও বিচক্ষণ ব্যক্তিকেই মনোনয়ন দেওয়া হয়েছে। যাতে তারা দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিকুর রহমান, সালাহ উদ্দিন আহমেদ সালেক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা সভাপতি আ. রশিদ হাওলাদার, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ।

আতিকুর রহমান/এসজে/এমএস