দেশজুড়ে

নড়াইলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির দুটি চোখ পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। তবে শরীরে আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিনআগে কে বা কারা ওই যুবকের মরদেহ বিলের মধ্যে ফেলে গেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

হাফিজুল নিলু/আরএডি