দেশজুড়ে

ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারে (আইপিএএমএস) অংশ নেওয়া দেশগুলোর সামরিক কর্মকর্তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে রোহিঙ্গারা আগত প্রতিনিধি দলকে তাদের সমস্যা ও সুপারিশ তুলে ধরেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিনিধি দল ক্যাম্প এলাকায় যায়।

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পর আর্মির পরিদর্শন দলকে ক্যাম্পে কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ব্রিফিং করেন। পরিদর্শনের মাধ্যমে ২৪টি দেশের প্রতিনিধিরা বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পের বাস্তবচিত্র ঘুরে দেখেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ আয়োজনে কক্সবাজারের ইনানিতে ২৪টি দেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত ৪৬তম আইপিএএমএস ১২-১৫ সেপ্টেম্বর চলামন রয়েছে। এরই অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর হোটেল সি-পার্লে বিভিন্ন দেশের বাহিনী প্রধানরা গোলটেবিল বৈঠকে অংশ নেন। সেমিনারের প্রতিপাদ্য ছিল, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়াতে সামরিক কূটনীতি’।

এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক অঞ্চলের প্রধান জেনারেল চার্লস এ ফ্লিনসহ অংশগ্রহণকারী দেশগুলোর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলনটি এ অঞ্চলের স্থলবাহিনীগুলোর বৃহত্তম সমাবেশ। যার মূল উদ্দেশ্য হলো- পারস্পরিক বোঝাপড়া, সংলাপ ও বন্ধুত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি করা।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম