দেশজুড়ে

তিস্তায় বড়শিতে ধরা পড়লো দুই মণের বাঘাইড়

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে তিস্তা নদীতে ৯১ (দুই মণ ১১ কেজি) কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বড়শিতে ধরা পড়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা ব্যারাজের উজানের সাতনাই কলোনি এলাকায় জেলে আমির হোসেনের বড়শিতে বিশালাকৃতির মাছটি ধরা পড়ে। পরে স্থানীয় জেলেরা মিলে মাছটিকে ধরে ডাঙায় নিয়ে আসেন।

মাছটি স্থানীয় সীমান্ত বাজারে তোলা হলে তা দেখতে উৎসুক জনতা ভিড় জমান।

আমির হোসেনের কাছ থেকে মাছটি ৯১ হাজার টাকায় কিনে নেন নীলফামারীর ডিমলা উপজেলার বাইশপুকুর এলাকার মাছ ব্যবসায়ী কইলাস ও লালচান মিয়া। পরে তারা ১১শ টাকা কেজি দরে এক লাখ ১০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয়রা জানান, এরআগে গতবছর তিস্তায় বড় আকৃতির একটি বাঘাইড় ধরা পড়ে। সেটির ওজন ছিল ৩৪ কেজি।

তিস্তাপাড়ের মাছ ব্যবসায়ী সোলেমান হোসেন জাগো নিউজকে বলেন, ‘মাছটি সীমান্ত বাজারে আনা মাত্র বাসপুকুরে এলাকার লালচানও কইলাস ৯১ হাজার টাকায় কিনে নেন। পরে তারা এক লাখ ১০০ টাকায় বিক্রি করেন।

লালচান মিয়া বলেন, বিশাল আকৃতির বাঘাইড় মাছটি কিনে নীলফামারী শহরে বিক্রি করেছি। এতে প্রায় ৯ হাজার টাকা লাভ হয়েছে।

লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা ফারুকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌‘আইনগতভাবে এই মাছ ধরা নিষিদ্ধ নয়। জেলেরা মাছ ধরে বিক্রি করতে পারবে। এই মাছটি খেতেও সুস্বাদু। তবে ১০০ কেজির ওপরের বাঘাইড় যমুনা নদীর তীরে বেশি পাওয়া যায়।’

রবিউল হাসান/এসআর/এএসএম