দেশজুড়ে

স্কুলের ল্যাব থেকে চুরি হওয়া ৯ ল্যাপটপ মিললো ৩ ছাত্রের কাছে

রাজবাড়ীর বালিয়াকান্দি মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হয়ে যাওয়া ১০টি ল্যাপটপের ৯টি উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির দায়ে ওই স্কুলের সপ্তম শ্রেণির তিন ছাত্রকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ আগস্ট দিনগত রাতে বালিয়াকান্দি সোনাপুর বাজার এলাকার মাছবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১০টি ওয়ালটন ল্যাপটপ চুরি হয়। পরবর্তিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকা ওই স্কুলেরই সপ্তম শ্রেণির তিন ছাত্রকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নয়টি ল্যাপটপ উদ্ধার করা হয়। বাকি একটি ল‌্যাপটপ উদ্ধারের অভিযান অব‌্যাহত রয়েছে।

বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজনই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাদের শুক্রবার সকালে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে বাকি একটি ল্যাপটপ উদ্ধারের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/জেএস/জিকেএস