হবিগঞ্জের চুনারুঘাটে আয়েশা আক্তার পলি (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়েশা আক্তার পলি ওই গ্রামের সৌদি প্রবাসী আক্তার মিয়ার স্ত্রী।
চুনারুঘাট থানার (ওসি) মো. আলী আশরাফ জানান, বাড়িতে যাতায়াতের পথ নিয়ে ওই গ্রামের গাবরু মিয়ার সঙ্গে প্রবাসী আক্তার মিয়ার পরিবারের বিরোধ চলছিল। এনিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। শুক্রবার গাছ থেকে পেয়ারা পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডায় হয়। একপর্যায়ে প্রতিপক্ষ গাবরু মিয়ার স্বজনরা পলি আক্তারের ঘরে ঢুকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পেয়ে মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
সাইদ খোখন/আরএইচ/এএসএম