দেশজুড়ে

দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা সমবায় সমিতির আত্মসাৎ করা প্রায় দুই কোটি টাকা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে সদস্যরা।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে সমিতির সভাপতি জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সোলাইমানের বিরুদ্ধে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত সমিতির সদস্যরা জানান, ২০১২ সালে নিজেদের আর্থিক উন্নয়নে জাহাজমারা সমবায় সমিতি গঠন করে মাসে ১০ হাজার টাক করে জমা দিয়ে আসছেন শতাধিক সদস্য। পরে এ টাকা পরিচালনার জন্য তিনজনকে উপদেষ্টা করে জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সোলাইমানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। তিনি এখন সদস্যদের দুই কোটি টাকার হিসাব না দিয়ে টালবাহানা করছেন।

সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মো. এমরান হোসেন বলেন, সভাপতির দায়িত্ব পেয়ে সমিতির টাকায় ৫৬০ শতাংশ জমি কেনা হয়। সাম্প্রতিক সময়ে ওই জমি বিক্রির কথা শোনা গেলেও টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

সমিতির আরেক সদস্য মো. সিরাজ মিয়া জানান, সমিতির ব্যাংক হিসাবেও কমপক্ষে ৪০ লাখ টাকার গরমিল রয়েছে। বিগত দুই বছর ধরে হিসাব চাইলেও সভাপতি তা না দিয়ে সদস্য বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আবু সোলাইমান জাগো নিউজকে বলেন, আমার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সত্য নয়। জমি বিক্রি করে কিছু টাকা সদস্যদের দেওয়া হয়েছে। বাকি টাকা সমিতিতে আছে। কিছু লোক সদস্যদের ভুল বুঝিয়ে মানববন্ধনের আয়োজন করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে বলেন, মানববন্ধনের বিষয়টি শুনেছি। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস