জামালপুরে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত টয়লেট থেকে শিপন কাজী (২৭) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিপন কাজী ওই এলাকসার গফুর কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১২ সেপ্টেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন শিপন কাজী। পরদিন তার বাবা নারায়ণপুর তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আওলাই থেকে আরিফুল ইসলাম (২৫) ও তিশা (২০) নামের দুজন আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে পরিত্যক্ত একটি টয়লেট থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে পরিত্যক্ত একটি টয়লেট থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
মো. নাসিম উদ্দিন/আরএইচ/এএসএম