দেশজুড়ে

লালমনিরহাটে ৩৫ অসহায় নারীর পাশে পুনাক

লালমনিরহাট সদর উপজেলায় ৩৫ অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। তাদের ছাগল, টিউবওয়েল, খাদ্য সামগ্রী ও শাড়ি-লুঙ্গি দেওয়া হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দুড়াকুটি কামরুন্নেছা ডিগ্রি কলেজ মিলনায়তনে তাদের এসব উপহার তুলে দেন পুনাক সভানেত্রী জিশান মির্জা।

লালমনিরহাট পুনাকের সভানেত্রী উম্মে কুলছুমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- পুনাকের সাধারণ সম্পাদক খাদিজা ইসলাম, সহ-সভানেত্রী নাসিম আমিন, উৎপাদন বিপণন সম্পাদক সৈয়দা মেহের আফরোজ, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।

রবিউল হাসান/এসজে/এএসএম