গাইবান্ধার সাদুল্লাপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে নাঈম মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শিশু নাঈম মিয়া ওই গ্রামের নয়া মিয়ার নাতি।
কামারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান গোফফার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাদ দিয়ে তিনি বলেন, শিশু নাঈম মিয়া তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে সে বাড়ির পাশে পুকুরে ডুবে মারা যায়।
এসআর/জেআইএম